Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ. সুনামগঞ্জ এর শিক্ষা কার্যক্রমের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’ সুনামগঞ্জ এর অস্থায়ী ক্যাম্পাসে প্রতিনিধি দল শিক্ষারগুণগত পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ সহ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. একএম আমিরুল মোরশেদ, চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. আল আমিন মৃধা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন পরিচালক অধ্যাপক ডা. একেএম ডা. আহসান হাবীব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বৈদেশিক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. নাসির উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানবসম্পদ ব্যবস্থাপনা উপ-পরিচালক ডা. মো. মাসুদর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ এর অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুপারিন্টেন্ড ডা. আনিসুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’ সুনামগঞ্জের প্রভাষক ডা. সাহাদাত হোসেন প্রমুখ।

Exit mobile version