Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বজ্রপাতে ছয় ধানকাটা শ্রমিকের মৃত্যু আহত তিন

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সুনামগঞ্জে শুক্রবার বিকালে কালবৈশাখী ঝড়ের সময় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। এ হতাহতের ঘটনা স্থানীয় বাসিন্দারা ও পুলিশ নিশ্চিত করেছে।

দিরাইয়ে মৃতরা হলেন ধানকাটা শ্রমিক মিলাদ মিয়া (৩০), কৃষক জমসেদ আলী (৪৫), জ্ঞানেন্দ্র দাস (৫০), সামছুল হক (২৮) ও জুয়েল মিয়া (২০)।
আহত আবু তাহের, মবিন ও ফারুককে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দিরাই থানার ওসি মোহাম্মদ বায়েছ আলম বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে দিরাই উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হয়ে মারা যান।

এদের মধ্যে মিলাদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের কনা মিয়ার ছেলে, জমসেদ আলী দিরাই পৌর এলাকার বড়ারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, জ্ঞানেন্দ্র দাস দিরাইয়ের রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত নরেন্দ্র দাসের ছেলে, সামছুল হক একই উপজেলার নকদিপুর গ্রামের ও জুয়েল মিয়া দিরাই পৌর এলাকার বাসিন্দা।

এদিকে, জেলার জামালগঞ্জ উপজেলায় পাকনার হাওরে বজ্রপাতে মৃত কিশোর বামন মিয়া (১৬) ফেনারবাক ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। জামালগঞ্জ থানার ওসি আতাউর রহমান ব্রজপাতে তারা মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

Exit mobile version