Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৬ আহত ৭

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় বজ্রপাতে ৬ ব্যক্তি নিহত ও ৭ জন আহত হয়েছে। নিহতরা হলেন শাল্লা উপজেলার শাল্লা সদর ইউনিয়নের শ্রীহাইল হোসেনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র হৃদয় মিয়া (১৮),হায়দর আলীর পুত্র ছাইনুল মিয়া (২০) ও আকমল আলীর পুত্র ইমন মিয়া (২০)। প্রত্যেক্ষদর্শীরা জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভেড়ামোহনা হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে ঐ ৩ জেলে নিহত ও শিশু মিয়া (২৮) নামের আরেক জেলে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শিশু মিয়াকে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাল্লা থানার ওসি বজলার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই সময়ে জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রাম সংলগ্ন চাপতির হাওরে বজ্রপাতে ২ জন এবং একই ইউনিয়নের টুক দিরাই গ্রামে ১ শিশু নিহত হয়েছে। পৃথক বজ্রপাতের ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। বজ্রপাতে নিহতরা হলেন মাটিয়াপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে শামীম মিয়া (৪২),একই গ্রামের আব্দুল হাশিমের ছেলে তহুর মিয়া (৩৫) ও টুক দিরাই গ্রামের আজিদ উল্লাহর ছেলে সামরান (১১)। আহতরা হলেন মাটিয়াপুর গ্রামের হাফিজ আলীর ছেলে মোঃ হামিদ মিয়া,আনর মিয়ার ছেলে রুবেল মিয়া,রহমত আলীর ছেলে মোঃ ফারুক মিয়া,আব্দুল হেকিমের ছেলে হুসেন মিয়া,নিয়ামত আলীর ছেলে ছুরত মিয়া,ও কুতুব উদ্দিনের ছেলে সবুজ মিয়া। আহতদেরকে ঘটনার পর পরই দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত হামিদ মিয়াকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসী জানান,নিহতরা উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রাম সংলগ্ন চাপতির হাওরে নৌকা দিয়ে স্থানীয় টানাখালী বাজারে বাঁশ আনতে যাচ্ছিলেন। সকাল থেকেই বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছিলো। এসময় তাদের নৌকার ওপর বজ্রপাত হলে শামীম মিয়া ও তহুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে অন্যরা আহত হন। টুকদিরাই গ্রামের সামরান বাড়ির পাশে ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু হয়। দিরাই থানার ওসি মোঃ আব্দুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের সাথে সাথে আহতদেরকে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা গ্রহন করেছে।

Exit mobile version