Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বানের পানিতে ভেসে যাওয়া স্কুল ছাত্রীর লাশ উদ্ধার ও শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান নদীতে বারকি নৌকা ডুবে বুধবার রাত থেকে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তবে গত মঙ্গলবার সকালে একই নদীতে পাহাড়ি ঢলে বসতঘর ভেঙ্গে নেওয়ার সময় নিখোজ দ্বিতীয় শ্রেণি পড়–য়া ছাত্রী মারিয়া বেগম (৮) এর লাশ উদ্ধার হয়েছে। মারিয়া লালপুর গ্রামের জজ মিয়ার মেয়ে। সে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলে লালপুর সেতু সংলগ্ন গজারিয়া নদীর তীরবর্তী জজ মিয়ার বাড়িটি ভেঙ্গে যায়। এসময় বাড়ির আঙ্গিনায় জজ মিয়ার মেয়ে মারিয়া বেগম খেলাধুলা করার সময় ঢলের পানিতে ভেসে যায়। আতœীয় স্বজনরা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাননি। বৃহষ্পতিবার বিকেল ৫টায় গজারিয়া সেতুর কাছে মারিয়ার লাশটি ভেসে ওঠলে স্বজনরা উদ্ধার করেন। এদিকে বুধবার রাত ৮টায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বারকি নৌকা ডুবে উমেদ শ্রী গ্রামের বালু-পাথর শ্রমিক মালেক গণি (৩০) নিখোঁজ রয়েছে। রাতে তাদের বহনকারী বারকি নৌকাটি সোনাপুর রাবারড্যাম এলাকায় ডুবে গেলে নৌকায় থাকা ৮-১০জন যাত্রী সাতরে তীরে উঠলেও মালেক গণি নিখোজ হন। এখন পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া বলেন, পাহাড়ি ঢলে বসতঘর ভেঙ্গে যাওয়ার সময় নিখোজ হওয়া মারিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে এবং বুধবার রাতে নৌকা ডুবিতে নিখোঁজ মালেক গণি নামের আরেক শ্রমিক নিখোঁজ রয়েছে।

Exit mobile version