Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বিজিবির অভিযানে মদ ও গোল কাঠ আটক

আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গোল কাঠ আটক করেছে বিজিবি। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,সুনামগঞ্জ এর অধীনস্থ মাঠগাও বিওপি’র হাবিলদার মোঃ মঞ্জুরুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ৯জুলাই শনিবার সকাল ৮টায় সীমান্তÍ পিলার ১২২৪/১০-এস এর নিকট হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিরাগাও নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় গোলকাট উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ২১ হাজার ৬ শত ৬৬ টাকা। একইদিন বিকেল ৪টায় বালিয়াঘাটা বিওপি’র হাবিলদার মোঃ আশরাফ আলীর নেতৃত্বে আরেকটি টহল দল সীমান্তÍ পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাকমা নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ১৮ হাজার টাকা এবং মাঠগাঁও বিওপি’র নায়েক আবু সালেহ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তÍ পিলার ১২২৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাঙ্গালপাড়া নামক স্থান হতে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ৯ হাজার টাকা। এর পূর্বদিন ৮ জুলাই শুক্রবার বিকেল ৫টায় মাঠগাও বিওপির হাবিলদার মোঃ হুমায়ুন খান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৫ এর নিকট হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার নামক স্থান হতে ৪৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং একইদিন বিকেল ২টায় বোগলাবাজার বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হকনগর নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে, যার মূল্য ১৬ হাজার ৫শত টাকা। বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত ভারতীয় মদ ও গোলকাট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় বর্ণিত মদ ও কাঠ উদ্ধার করে। এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে। ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন,সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Exit mobile version