Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-পুলিশের বাঁধা

সুনামগঞ্জ প্রতিনিধি::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারম্যাপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জে জেলা বিএনপি। এসময় মিছিলে পুলিশ বাধা দেয়।
সোমবার দুপুর ১টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি বের হয়ে কিছু আগালেই পুলিশ তাদের বাধাঁ দেয় পরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা ।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিুফর রহমান গিলমান, নাদের আহমদ, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল হক,সেলিম উদ্দিন ভুট্রো,নাসির উদ্দিন লালা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,যুগ্ম সম্পাদক নুর হোসেন,শোয়ের আহমেদ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর হাই,আব্দুল ওয়াদুদ,আয়না মিয়া,পৌর বিএনপির সাধারন সম্পাদক মুর্শেদ আলম,যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম দিলু,জেলা যুবদলের সাধারন সম্পাদক এডঃ মামুনুর রশিদ কয়েছ,সহ সভাপতি আসানুল হক রাসেল,সামছুদ্দোহা,অলিউল রহমান অলি,যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,মমিনুল গক কালার চাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,আইন বিষয়ক সম্পাদক এড.তহিদ আহমেদ চৌধুরী,নজির হোসেন,সুজন আহমেদ,গিয়াস উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,সহ সভাপতি ইকবাল হোসেন,খালেকুজ্জামান সোহেল,রাসেল আহমেদ,মোস্তাক আহমেদ,সোহেল মিয়া,যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু,এড. দিপংঙ্কর বণিক সুজিত,রুহুল হাসান রোপক,মইনুল ইসলাম,তানভীর আহমেদ,ইমন আহমেদ,লুৎফুর রহমান,সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল আহাদ জুয়েল,আইন সম্পাদক ফয়সল আহমেদ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক আশরাফুল আলম পাভেল,তুহিন,রকি,সাগর,জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন,যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ,আজিজুর রহমান সৌরভ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন,কয়েছ মিয়া,মানিক মিয়াপাপন আহমদ,আসান আহমেদ,হুশিয়ার সাব্বির চৌধুরী,আবু খালেক,ছাদিক,ফারুক,আকমল,শিশির,সান্ত,আতাউল করিম,প্রদীপ দাস,তনি,মুবিন প্রমুখ।
অপরদিকে বিএনপির চেয়ারপার্সনের বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক এ কে সোহাগের নেতৃত্বে একই সময়ে শহরের কাজির পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর কলেজের সামনে আসামাত্র র‌্যাব সদস্যরা তাদের বাধা প্রদান করে। এ সময় ওখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ লিটন,যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ,জেলা ছাত্রদলের সহ সভাপতি মশিউর রহমান, শামীম আহমেদ,মিলটন,রাহি,পংঙ্কজ ও শাহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রাখার পায়তারা করছে সরকার। খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে দুরে রাখার জন্য আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে ৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। অবিলম্ভে যদি এইসব মিথ্যা মামলার রায় প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ##

Exit mobile version