Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ব্লগার খুনের প্রতিবাদ জানানোর মধ্যে দিয়ে মানবাধিকার কমিশনের প্রস্তুতি সভা সম্পন্ন

সুনামগঞ্জ সংবাদদাতা : ফয়সল আরেফিন দিপনসহ দেশের সকল মুক্ত চিন্তার মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। ২রা নভেম্বর রাত ৮টায় সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত কার্যালয়ে ৬ নভেম্বরের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় জেলা কমিটির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ জানান। কমিশনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিশনের সহ-সভাপতি সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী কেবি রশিদ (যোদ্ধাহত), সহ-সভাপতি কবি জসীম উদ্দিন দিলীপ, সহ-সভাপতি ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল ওয়াহিদ মজনু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ ইয়াকুব বখত বহলুল, কমিশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: ফজলুল হক, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, কমিশনের নির্বাচনী পর্যবেক্ষক কমিটির আহবায়ক মোঃ আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা মোঃ মইন উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ অজেদ আলী খন্দকার, শ্রমিক নেতা মোঃ নজির আহমদ,জেলা শাখার যুগ্ম সম্পাদক ব্যবসায়ী সাইফুল আলম ছদরুল,যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,প্র্রচার সম্পাদক মোঃ দিলাল আহমদ, সহকারী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল ফজল ফাহিম, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা বেগম, দপ্তর সম্পাদক লিপন বৈদ্য, লেচু মিয়া,মোঃ তাজুল ইসলাম,রেজাউল করিম চৌধুরী, মোঃ সিরাজ আলী,মোঃ তৌহিদুল হক আরিফ, মোঃ আবুল লেইছ, আহমদ আলী, মোঃ আফাজ উদ্দিন, সিহাব আহমদ, বিউটি আক্তার, মোছাঃ ফাহিমা আক্তার ও তাহির উদ্দিন প্রমুখ।

সভায় প্রকাশক ফয়ছল আরেফিন দিপনসহ দেশের বিভিন্ন মুক্তচিন্তার অধিকারী ব্লগার, প্রকাশক, সাংবাদিক, সাহিত্যিক ও লেখকদেরকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নিহত শহীদদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Exit mobile version