Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণ আইনে তাহের মিয়া নামে ১ জনকে যাবজ্জীবন ও সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

আজ সোমবার সকালে এই আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দন্ডপ্রাপ্ত তাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ফরমানপুর গ্রামের তমুজ উদ্দিনের ছেলে। এই মামলায় আব্দুর কুদ্দস, ইউনুছ মিয়া, মো. আব্দুল্লাহ নামে ৩ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্ট হতে ২০০ গ্রাম হেরোইনসহ আসামীদের গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। এই দিন ৪ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালে ১৯ টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ২১ অক্টোবর মামলাটি আমলে নেন বিজ্ঞ আদালত। সোমবার দীর্ঘ শুনানী পর আনিত অভিযোগ সত্য হওয়ায় তাহের মিয়াকে দোষিস্বাব্যস্থ করে এই রায় ঘোষণা করেন আদালত।
এডিশনাল পি. ডপ অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Exit mobile version