Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মানুষকে সচেতন করছেন সেনা সদস্যরা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলা শহরে শুক্রবার সেনাসদস্যরা টহল দিয়েছেন। লে. কর্নেল মাহবুব হাসান চৌধুরীর নেতৃত্বে তিন প্লাটুন সেনাসদস্য পৌর শহরের বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় ঘূরে মাইকিংসহ নানাভাবে মানুষদের করোনাভাইরসের সংক্রমরোধে সচেতন করেন। তারা জরুরি প্রয়োজন ছাড়া মানুষদের ঘর থেকে বের হতে নিষেধ করেন। একই সঙ্গে দোকানপাট বন্ধ রাখতে বলেন ব্যবসায়ীদের।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে লে. কর্নেল মাহবুব হাসান চৌধুরীর নেতৃত্বে সেনাসদস্যরা শহরে বের হন। এরপর শহরের বিভিন্ন এলাকা ঘুরেন তারা।
একইভাবে বিভিন্ন উপজেলাতেও সেনাসদস্যরা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি পুলিশও সক্রিয় ছিল। এ কারণে শহরে মানুষের চলাচল একেবারে সীমিত ছিল। সুনামগঞ্জ পৌর শহরে পুলিশ কোনো যানবাহনে এক সঙ্গে দুজনকে উঠতে দেয়নি। একাধিক ব্যক্তিকে এক জায়গায় দাঁড়াতে দেওয়া হয়নি। যারাই বেরিয়েছেন তাদের সবাইকে মাস্ক পরতে বাধ্য করা হয়েছে। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় শুক্রবারও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে পৌরসভা। পৌরসভার মেয়র নাদের বখত এই অভিযানের নেতৃত্ব দেন।
শুক্রবার শহরে শ্রমজীবী মানুষদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নাট্য সংগঠন রঙ্গালয়ের সদস্যরা।

Exit mobile version