Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে মৎস্যজীবী সমবায় সমিতির জেলেদের উপর মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ সংবাদদাতাঃঃ সুনামগঞ্জ সদর উপজেলার নুতন হাসননগর এলাকার জেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবন্ধন নতুন হাসননগর ও আপ্তাবনগর এলাকার মানুষজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোজাউরা-নতুন হাসননগর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য আলী হায়দার, আয়দর আলী, আবদুল আলী ও বাদল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নতুন হাসননগর এলাকার গোজাউরা জলমহালে গত ১৯ অক্টোবর রাতে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে ওই জলমহালের কিছু মাছ পানিতে ভেসে ওঠে ও মারা যায়। এরপর ইজারাদারের পক্ষ থেকে স্থানীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে স্থানীয় জেলেরা জড়িত নয়। তাঁরা এই বিষ প্রয়োগের বিষয়টি আদৌ জানেন না। এই এলাকার জলাশয়ের ওপরই জেলেরা নির্ভরশীল। এখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Exit mobile version