1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে রিক্সা চালকের ছদ্মবেশে ছিনতাই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে ভারতীয় প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের জগন্নাথপুরে ফেসবুকে বিশ্বনবীকে (সা:) অবমাননায় এলাকাবাসীর মানববন্ধন সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো দুই মাস সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ ছাতকে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু সিলেট সীমান্তে উত্তেজনা, স্থানীয় জনতার বাধায় পিছু হটলো বিএসএফ দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত অপারেশন ডেভিল হান্ট: জগন্নাথপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

সুনামগঞ্জে রিক্সা চালকের ছদ্মবেশে ছিনতাই

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রিক্সা চালকের ছদ্মবেশে ছিনতাইকারী রয়েছে সুনামগঞ্জ শহরে। এরকম এক ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলেন শহরের হাছননগরের (বক পয়েন্টর) এক নারী। সোমবার সন্ধ্যায় উকিলপাড়া এলাকায় তার কাছ থেকে ছয়হাজার টাকা হাতিয়ে নেয় কথিত এই রিক্সা চালক। ঘটনার ২৪ ঘন্টার মাথায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত রিক্সাচালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রিক্সা চালক বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় আক্তাপাড়ার লিয়াকত আলীর ছেলে আবু ছায়েদ। তার কাছ থেকে মাদকও উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যার পর Mehendi Artist By Mimi নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ঘটনা পোস্ট করা হয়। পোস্ট করার পরেই ভাইরাল হয় পোস্টটি। সতর্ক থাকার জন্য শেয়ার করতে থাকেন সুনামগঞ্জ শহরের অনেকে। ঘটনা শুনে অবাক হন সবাই।

ওই আইডিতে লিখা হয়, ‘সতর্কতা পোস্ট’ আমি সুনামগঞ্জ শহরের স্থানীয় মেয়ে আমার সাথে এমন ঘটনা কখনো ঘটে নি। এই যে ছবি তে লোকটি- ওনি, কত বড় চোর পুরো কাহিনীটি আমি বলছি, আজকে  (সোমবার) বিকাল ৫ টায় আমি শহরের কালিবাড়ী স্বর্ণা জুয়েলার্সে গিয়েছি কিছু জিনিস কিনব, গোল্ড কিনতে একটু সময় লেগে যায়। মাগরিবের আজান পড়ে যায়, স্বর্ণালংকারটি কিনতে আমার চার হাজার টাকার মতো শর্ট ছিল। আমার সাথে থাকা আরেক ভাবী আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেন। যেহেতু দুজন জন একসাথে যাব ওনি উকিলপাড়া আর আমি বকপয়েন্ট, আমি ভাবী কে রিক্সায় রেখে উপর থেকে টাকা ৪ হাজার টাকা এনে দিলাম। তিনি তার বাসায় যাচ্ছিলেন হঠাৎ ওই রিক্সা চালক সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে অন্ধকারে দাঁড় করিয়ে রাখে রিক্সা। ভাবী বললেন, এখানে কেন দাঁড়িয়েছেন, ওই জানোয়ার বললো- ‘আমার কাছে ছুরি আছে তোর বাচ্চাসহ তোরে শেষ করে দেব, যা আছে তাড়াতাড়ি দে, চিৎকার করবি না, ভাবীর হাত থেকে এসময় মোবাইল পড়ে যায়, ওনার আট মাসের বাচ্চা কোলে তাই আমার দেওয়া চার হাজার, ওনার কাছে থাকা আরও দুই হাজার টাকাসহ ছয় হাজার টাকা দিয়ে বাঁচেন তিনি। ২০ টাকা রিক্সা ভাড়াও রাখে নি ব্যাগে।’

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘টাকা টা তো বড় কথা নয়, সুনামগঞ্জের কী অবস্থা হয়েছে, তা ভেবে উৎকণ্ঠা হয়, এভাবে যে করোর সাথে ঘটতে পারতো।’
তিনি লিখেছেন, রিক্সা চালকের ছবিটি স্বর্ণের দোকানের সিসি টিভি থেকে নেওয়া, যদি কেউ তাকে চিনতে পারেন, উপযুক্ত শাস্তি  দেবার চেষ্টা করবেন।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার বিকালে শহরের কালীবাড়ি’র স্বর্ণা জুয়েলার্সে গেলে নয়ন রায় নামের একজন জুয়েলারি কর্মচারী জানান, ওই গ্রাহক রিক্সা দাঁড় করিয়ে কিছু সময়ের মধ্যেই তাঁর পছন্দের অলংকার কিনে নিয়ে চলে যায়।

সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম মঙ্গলবার বিকেলেই জানান, কাল রাতেই অনেকে এই ফেসবুক স্ট্যাটাসের লিংক তাকে পাঠিয়েছেন। তিনিও ছিনতাইয়ের এই ঘটনায় হতবাক হয়েছেন। যেহেতু রিক্সা চালকের ছবি তারা পেয়েছেন, সে পালাতে পারবে না। একজন সাবইন্সপেক্টরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার সাবইন্সপেক্টর জহির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হলে আমাদের নজরে আসে। ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করি। সারাদিন খোঁজাখুঁজি করে সন্ধ্যার পর অভিযুক্ত রিক্সাচালককে আটক করি। তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র সুনামগঞ্জের

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com