Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে সংলাপ সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:-
“আমিই পারি” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিশেষ সংলাপ সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাইল্ড ফোরামের আয়োজনে ও জেলা প্রশাসন বাংলাদেশ শিশু একাডেমী এবং ওর্য়াল্ড ভিশন সুনামগঞ্জ এর সহযোগিতায় সকল শিশু প্রতিনিধিবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এই সংলাপে অংশ নেন।
চাইল্ড ফোরামের সভাপতি লাকী সরকারের সভাপতিত্বে ও শিশু প্রতিনিধি দুর্বার শামিত আদিও এর পরিচালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরিফুল ইসলাম, সরকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন আক্তার, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিক্ষা অপিসার জাহাঙ্গরী আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিয়ারা শাম্মি, পৌরসভার সচিব মাহমুদ আলম মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকতা বাদল চন্দ্র বর্মণ, এপসি সিলেট ম্যানেজার মঞ্জু মারীয়া পালমা, ওয়ার্ল্ড ভিশন ব্যবস্থাপক বিভুদান বিশ্বাস, জেলা উদ্দীচির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিশু প্রতিনিধি শামস আবীরুজ্জামান সিয়াম, মিলি আক্তার, জাবির হোসেন, রিমপি রায়, মো.তহিদুল ইসলাম দুলাল, ফারজানা ইয়াসমিন, জুবায়ের রহমান চৌধুরী, খাদিজা আক্তার, তাহমিদ জাহান, প্রাচী চন্দ্র প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সকল শিশুর প্রতি ভাল আচরণ করতে হবে। কোন শিশু যাতে নির্যাতনের শিক্ষার না হয় সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে।

Exit mobile version