Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
শিশু ধর্ষণের দায়ে মালন মিয়া (২৭) নামের এক যুবককে ৫ বছর কারাদ- দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মালন মিয়া দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের আয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এই রায় প্রদান করেন।
ঘটনাস্থল ছিল ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকায় এবং ঘটনার সময় মালন মিয়া কিশোর থাকায় তার এই দ- হয়।
আদালত সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার কুমিল্লাপাড়া রাঙ্গাওটি গ্রামের ওই শিশুর পরিবার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ ওয়াদুদ মিয়ার কলোনীতে বসবাস করতেন। ২০০৪ সালের একই কলোনীতে দোয়ারাবাজার থানার গাছগড়া গ্রামের আয়ুব আলীর ছেলে কিশোর মালন মিয়া থাকতো। ঘটনার দিন ওই শিশুকে ভাত খাওয়ান লোভ দেখিয়ে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুর বোন বাদী হয়ে মালন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মালন মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত শুনানী শেষে মঙ্গলবার মালন মিয়ার বিরুদ্ধে ৫ বছরের কারাদ- প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, ঘটনার সময় মালন মিয়া কিশোর বয়সী ছিল, তাই তাকে কম দ- প্রদান করা হয়। তবে তার বর্তমান বয়স ২৭ বছর বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। রায় ঘোষণার সময় আসামী মালন মিয়া আদালতে উপস্থিত ছিলো। রায়ের পরপরই তাকে জেল হাজতে পাঠানো হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. নান্টু রায়। আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মোহাম্মদ শাহ আলম।

Exit mobile version