Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের এক বছরের কারাদণ্ড

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে আল আমিন (২১) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নুসরাত ফাতিমা বৃহস্পতিবার বিকেলে এই কারাদ- দিয়েছেন।
দ-প্রাপ্ত আল আমিন সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা অস্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন পার্শ্ববর্তী বনগাঁও গ্রামের বখাটে আল আমিন। দেড় মাস আগে একই অভিযোগে তাকে ভ্রাম্যমান আদালত তিনদিনের কারাদ- দেন। কিন্তু জেল থেকে বের হয়ে আবার বখাটেপনা শুরু করেন তিনি।
বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে প্রথম এবং ফেরার পথে আবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আল আমিন। পরে মেয়েটি সড়কের এক জায়গায় দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় লোকজন আল আমিনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে। বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। পরে আদালত তাকে এক বছরের সাজা দেন।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুরুজ আলী বলেন,‘বখাটে আল আমিনের কারণে মেয়েটি নিয়মিত স্কুলে যেতে পারে না। মাঝখানে কিছুদিন তার স্কুলে যাওয়া বন্ধ ছিল। আল আমিনের অভিভাবকেরার তার কাছে অসহায়। একবার জেল খেটেও এই পথ থেকে সে সরে নি।’
মেয়েটির বাবার অভিযোগ,‘ওই বখাটের ভয়ে অনেক সময় মেয়েকে আমি নিজে স্কুলে নিয়ে যাই। এ রকম হলে মেয়েকে কিভাবে স্কুলে পাঠাবো।’
ভ্রাম্যমান আদালত পরিচালনা সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের পেশকার নবেন্দু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version