Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে স্বতন্ত্র নির্বাচন করবেন শমীম ও অবনী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই সহসভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জামালগঞ্জের সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস।
রেজাউল করিম শামীম শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে জানিয়েছেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসাবেই প্রতিদ্বন্দ্বিতা করবো। দলের পক্ষ থেকে বাধা নিষেধ ধাকলে, দলীয় পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবো। ৪০ বছরেরও বেশি সময় হয় আওয়ামী লীগের রাজনীতি করছি। কখনোই দলের সিদ্ধান্তের বাইরে কিছু করিনি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নানা ষড়যন্ত্রের কারণে ৭৭৩ ভোটে পরাজিত হয়েছিলাম। জনগণই সকল ক্ষমতার মালিক, তাঁরাই নির্বাচনে জয় পরাজয়ের সিদ্ধান্ত দেবেন।’
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবনী মোহন দাস বলেন,‘নির্বাচন করবোই, এটিই চূড়ান্ত সিদ্ধান্ত।’
ছাতক উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা, জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী বকুলও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
এদিকে, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, সাবেক পৌর কাউন্সিল মনিষ কান্তি দে মিন্টুও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন,‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান,
উপজেলা পরিষদে দলীয় প্রার্থী হবার জন্য ১০ বছর হয় হাঁটছি। এবার আমাদের নেত্রী বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনাকে এই উপজেলা উপহার দেব।’

Exit mobile version