Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জে ২ যুবকের উপর হামলার ঘটনায় উত্তেজনা

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর আবাসিক এলাকায় চাঁদাবাজীর মামলা দায়েরের আক্রোশে প্রতিপক্ষীয় সন্ত্রাসীরা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সহকারী হারুন-অর রশীদকে বেদম মারপিঠক্রমে আহত করে নগদ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান,মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র সাবেক সরকারী কর্মচারী হারুন-অর রশীদ জায়গা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের ফরিদ,মিন্টু,জয়নাল আবেদীন,আলী আমজদ,মুসলিম,বাদশাহ ও জিয়াউর রহমানসহ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সিআর ১৩৮/২০১৭নং মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ প্রশাসন সরজমিন তদন্ত করে আসামীরা বাদীর কাছে চাঁদাদাবী করে বলে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। এতে আসামীরা বাদীর উপর আরো ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর পয়েন্টের সরকারী রাস্তায় বাসায় যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা চলন্ত রিক্সার গতিরোধ করে বাদী হারুন-অর রশীদ (৪৮) কে লোহার রড ও লাঠি দ্বারা বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করার পাশাপাশি তার নগদ আড়াই লাখ টাকা ছিনতাই করে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জখমী হারুন একজন শিক্ষানবীস আইনজীবি বলেও জানা গেছে। অন্যদিকে একই দিন রাত ৯টায় পৌর এলাকার আফতাবনগর গ্রামে মনশাদ মিয়ার দোকানের সামনে প্রতিপক্ষীয়রা পূর্ব বিরোধের জের ধরে জহুর উদ্দিনের পুত্র সুবের আহমদ (২৫) এর উপর হামলা চালায়। সন্ত্রাসীরা একের পর এক ছুরিকাঘাত করে সুবের আহমদ এর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গুরুতর জখম করে। ঘটনার পর আহত সুবেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সন্ত্রাসী হাবিব,মোশাহিদ ও মাহবুসহ ৭জন কে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জখমী সুবেরের পিতা জহুর উদ্দিন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করবে। আহত সুবের প্রাণ কোম্পানীর জগন্নাথপুর শাখার একজন কর্মচারী।

Exit mobile version