Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ জেলায় প্রাথমিক বৃত্তি ফলাফল প্রকাশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছে ১৪৪৮ জন। এর মধ্যে ৬৮০ জন ট্যালেন্টপুল ও ৭৬৮ পেয়েছে সাধারণ বৃত্তি। রবিবার এই বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৯০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭৯ জন ট্যালেন্টপুল ও ১১১ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
দোয়ারাবাজার উপজেলায় ১১৮ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬১ জন ট্যালেন্টপুল ও ৫৭ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
বিশ্বম্ভরপুর উপজেলায় ৮১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪৮ জন ট্যালেন্টপুল ও ৩৩ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
ছাতক উপজেলায় ২৪৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১০৮ জন ট্যালেন্টপুল ও ১৩৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
তাহিরপুর উপজেলায় ১১৪ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬৯ জন ট্যালেন্টপুল ও ৪৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
জামালগঞ্জ উপজেলায় ৭৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৬ জন ট্যালেন্টপুল ও ৩৯ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
ধর্মপাশা উপজেলায় ১২১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫৮ জন ট্যালেন্টপুল ও ৬৩ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
শাল্লা উপজেলায় ৬২ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৫ জন ট্যালেন্টপুল ও ২৭ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
দিরাই উপজেলায় ১৭৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬৪ জন ট্যালেন্টপুল ও ১১১ জন পেয়েছে সাধারণ বৃত্তি। জগন্নাথপুর উপজেলায় ১৬১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুল ও ১০৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০৮ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৫৭ জন ট্যালেন্টপুল ও ৫১ জন পেয়েছে সাধারণ বৃত্তি।
উল্লেখ্য, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে।

Exit mobile version