Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো.আব্দুল মতিন কে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তির অভিনন্দন

স্টাফ রিপোর্টার::জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৭ উপলক্ষে কলেজপর্যায়ে প্রতিযোগিতায় বিগত ২৫ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে জেলা কমিটি কর্তৃকনির্বাচিত ও সম্মাননা প্রাপ্ত জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.আব্দুল মতিন (যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র)কে তাঁর কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন শাবি উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভুঁইয়া, জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, ফুড ইঞ্জিনিয়ারিং ও টি টেকনলজিবিভাগের প্রধান প্রফেসর ড.মোজাম্মেল হক খোকন, শাবি সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষে প্রফেসর ড.বেলায়েত হোসেন,উপ সচিব ওয়াদুদচৌ.,চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম শামিম,BIDS এর রিসার্চ ফেলো ড. হারুনুর রশিদ ভুঁইয়া,ক্যান্সার সনাক্ত করণ যন্ত্র অাবিষ্কারক,অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় এর সিনিয়র লেকচারার ড. জহিরুল আলম সিদ্দিকী,ইংল্যান্ড থেকে আন্তর্জাতিক সংস্কৃতি কর্মি,লিডস এর সিটি কাউন্সিলর কবি টি.এম.আহমদ কায়সার,Amar mp.com এর প্রতিস্টাতা,ব্রিকল্যান পত্রিকার সম্পাদক,ইঞ্জিনিয়ার শুসান্ত দাশ গুপ্ত, নরয়ের University Of Agder এর সিনিয়র লেকচারার ড.মুহম্মদ সাদিকুর রহমান ইংল্যান্ড থেকে ব্যারিষ্টার আশরাফুল আলম,ড. জহিরুল ইসলাম,অস্ট্রেলিয়ার National University এর রিসার্চ ফেলো প্রফেসর আব্দুল জলিল, ওকানাকা ব্রিটিশ কলাম্বিয়াগবেষক প্রফেসর এম.আনোয়ার হোসেন,University Of Malaysiaর Phd Fellow প্রফেসর তাহমিনা ইসলাম,মাউশি সিলেট এর সহকারি পরিচালকপ্রতাপচৌ.,কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা অঞ্জন সরকার,বিমানবাংলাদেশ এর ক্রু সাদিকুররহমান নোমান,ইউএসবাংলার ডিজিএম কাম রুল ইসলাম, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক প্রদিপ দাশ,অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসারসিলেট অঞ্চল নজরুল ইসলাম, প্রাপ্তিডট কম নাটোর এর প্রকাশক ও সম্পাদক ইমাম হাসান মুক্তি,শাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মকদ্দুস আলি,আশরাফুল কবির,,বাছিত আলম,শাবি ছাত্রলীগের সাবেক সম্পাদক গোলাম আজাদ, Unicef officerজাহির হাসান,চট্টগ্রাম বন্দর কর্মকর্তা আব্দুল ওয়াহাব,Chevron এর সিনিয়র কো অর্ডনেটর শ্রী নিবাশ, RTV এর স্টাফ রিপোর্টার এবিএম ফারুক খাঁন প্রমুখ। অভিনন্দন দাতাদেরকে শাহজালাল মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মো.আব্দুল মতিন,গভার্ণিংবডির সভাপতি অালহাজ্ব সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Exit mobile version