Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল মজিদ সভাপতি শেরেনুর আলী সাধারন সম্পাদক নির্বাচিত

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পর পর ৪বারের প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সাথে সাধারন সম্পাদক পদে বিএনপি নেতা এডভোকেট শেরেনুর আলী সাধারন সম্পাদক পদে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল ফাতির চৌধুরী এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে জেলা জাতীয় পার্টির নেতা সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের এডভোকেট সৈয়দ শায়েখ আহমদ পান ১২৩ ভোট। সাধারন সম্পাদক পদে বিএনপির এডভোকেট মোঃ শেরেনুর আলী ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একই দলের এডভোকেট মোঃ আব্দুল হক ১২১ ভোট পান। অর্থ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আবুল আশরাফ ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট গৌরাঙ্গ পদ দাস পান ১২৩ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন ও এডভোকেট আব্দুল খালেক,সহ সাধারন সম্পাদক পদে এডভোকেট মোঃ আফিজ মিয়া ও এডভোকেট মোঃ আমিনুর রশিদ,পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ আব্দুল জলিল,সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট এএফএম মাহমুদুল হোসাইন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মোঃ নাজিম কয়েস আজাদ,নির্বাহী সদস্য পদে এডভোকেট সৈয়দ ফওয়াদুল জাওয়াদ, এডভোকেট মোঃ কামাল হোসেন, এডভোকেট মোঃ আজিজুর রউফ, এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী ও এডভোকেট প্রনব কান্তি চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক বিবৃতিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মী ও সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল নবনির্বাচিত আইনজীবী নেতাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

Exit mobile version