Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল,জগন্নাথপুর ছাত্রলীগের বিজয় অর্জিত

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রিয় নির্বাহী সংসদ। এর মাধ্যমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি হয়েছে বলে মনে করেন ছাত্রলীগের ত্যাগী নেতাকমীরা। এদিকে জেলা ছাত্রলীগের এই কমিটি বাতিলের দাবিতে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নেতাকমীরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালানোর পাশাপাশি জেলা ছাত্রলীগ সভাপতি সফলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক চৌধুরীর পতনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের কমিটি স্থগিতের খবর জগন্নাথপুর এসে পৌঁছলে ছাত্রলীগের নেতাকমীদের মধ্যে আনন্দ উচ্চ্বাস দেখা দেয়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের ফেইসবুক একাউন্ট থেকে এ তথ্য সংবলিত প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩অক্টোবর ফজলে রাব্বী স্মরণ সভাপতি ও রফিক আহমদ চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য’র সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৩ এপ্রিল ১বছরের জন্য ১২১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর এবছরের ২১জুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন হোয়ার কথা থাকলেও অনিবার্য কারন বশত সম্মেলন হয়নি। যার ফলে কমিটিও ঘোষণা হয়নি। জেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকে সভাপতি ফজলে রাব্বি স্মরনের বিরুদ্ধে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে নানা অপরাধমূলক কাজ করার অভিযোগ উঠে। সাংগঠনিক কাজে মনোযোগী না হয়ে বিভিন্ন উপজেলায় পদ বিক্রির নামে মোঠা অংকের টাকা হাতিয়ে নেয় স্মরণ। সর্বশেষ জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি থাকাবস্থায় গঠনতন্ত্র লঙ্গন করে ১০ লক্ষ টাকার বিনিময়ে উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা দেয়। কমিটি ঘোষনার দুই দিন পরই জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের প্রতি আনুগত্য প্রকাশ করে সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি থেকে সরে যাওয়ার ঘোষনা দেন। এদিক জেলা ছাত্রলীগের সভাপতি স্মরনের বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে জুতা ও ঝাড়ু মিছিল ও তার কুশপত্তলিকা দাহ করা হয়। তার কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে মূলত জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষনা করা হয়েছে। দলীয় একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে খুব শ্রীঘ্রই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হবে। ওই কমিটিতে স্থান পেতে জেলা ছাত্রলীগের কিছু নেতাকমী এখনও ঢাকায় অবস্থান করছেন। এদিকে জেলা ছাত্রলীগের কমিটি স্থগিতের পর জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আন্দোলনকারী নেতাদের মধ্যে উচ্চ্বাস দেখা দেয়। উপজেলা ছাত্রলীগ নেতা সা্ফরোজ ইসলাম, কল্যাণ কান্তি রায় সানী,সায়মন হোসেন রুমেন, তোফাজ্জল হক সুমন ,আবু হেনা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগ রাহুর কবল থেকে মুক্তি পেল। আমরা আশা করছি, নতুন কেন্দ্রী সংসদ ত্যাগী নেতাকমীদের সমন্ধয়ে সুনামগঞ্জ জেলা ছা্ত্রলীগের কমিটি ঘোষনা দিবেন। যাদের নেতৃত্বে জগন্নাথপুরসহ পুরো সুনামগঞ্জে ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হবে।
সজিব রায় দুর্জয় নামের এক ছাত্রলীগ কমী বলেন, সুনামগঞ্জের ইতিহাসে কলঙ্কময় ছাত্রলীগ যুগের অবসান হওয়ায় আমরা খুশি।

Exit mobile version