Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-দিরাই-শাল্লা সড়কের সেতু ভাঙন- ভোগান্তি শেষ হয়নি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা সড়কে ভেঙে যাওয়া দরগাহ্পুর বেইলী সেতু নতুন করে বসানোর কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করতে আরও ২ দিন সময় লাগবে জানিয়েছেন সড়ক ও জনপথের দায়িত্বশীলরা। সরাসরি যান চলাচল বন্ধ থাকায় চরম যোগাযোগ দুর্ভোগে পড়েছেন দিরাই-শাল্লা উপজেলাবাসী এবং দক্ষিণ সুনামগঞ্জের একাংশের মানুষ।
গত বুধবার সকাল ৮ টায় সড়কের ২৫ কিলোমিটার অংশের দরগাহ্পুর গ্রাম পার্শ্ববর্তী বেইলী সেতু ভেঙে পড়ায় এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়। দক্ষিণ সুনামগঞ্জের একাংশসহ প্রায় ৫ লাখ মানুষের একমাত্র যোগাযোগ সড়কের এই সেতু ভাঙায় গত পাঁচ দিন ধরেই সড়কে চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের কার্পেটিংয়ের কাজের মালামাল নিয়ে যাওয়ার সময় একটি ভারী ট্রাকসহ বেইলী সেতু ভেঙে যায়। এরপর থেকে এই দুই উপজেলাসহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে জেলা শহরসহ সারাদেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানালেন, দুই দিন হয় নতুন করে বেইলী সেতু বসানোর কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হতে আরও দুই দিন সময় লাগবে।

Exit mobile version