Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে : আ.লীগের ৫ সম্ভাব্য প্রার্থীর নাম সভানেত্রীর হাতে

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থীর জীবনবৃত্তান্তসহ নাম জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে তুলে দিয়েছেন। এই ৫ জনেই দলীয় মনোনয়ন ফরম আগামীকাল রোববারের মধ্যে তুলে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে পারবেন। অবশ্য সম্ভাব্য প্রার্থীদের ৪ জন মনোনয়নের আবেদন করবেন বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাড. ড. খায়রুল কবির রুমেন, শঙ্কর চন্দ্র দাস, নাদের বখ্ত এবং নুরুল ইসলাম বজলুর জীবনবৃত্তান্তসহ নাম ধানমন্ডীর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের দপ্তরে জমা দেন। একই সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরেও এই ৫ জনের নাম পাঠান জেলার দায়িত্বশীল দুই নেতা।
বিকাল ৫ টায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নাদের বখ্ত, খায়রুল কবির রুমেন ও দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। আজ (রোববার) মনোনয়ন ফরম সংগ্রহ করে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে জমা দেবেন শঙ্কর চন্দ্র দাস।
অপর মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম বজলু নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে যাবেন না বলে জানিয়েছেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জনের নামই কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এই ৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। অন্য কারও মনোনয়ন ফরম সংগ্রহের কোন সুযোগ নেই। এই ৫ জনের মধ্য থেকেই দলীয় সভানেত্রী ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যোগ্য প্রার্থী বাছাই করবেন।

Exit mobile version