Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সালাদিনের বয়কট

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন নির্বাচন বয়কট করেন।
জাল ভোটের অভিযোগে এনে তিনি নির্বাচন বয়কট করেন।
বৃহস্পতিবার বেলা ৩টায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন বয়কট বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে করেন তিনি।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায় ওই কেন্দ্র ভোট গ্রহণ স্থগিতের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যুবরণ করলে এ পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Exit mobile version