Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: আ.লীগের প্রার্থী নাদের বখত

স্টাফ রিপোর্টার
পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সদ্য প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখ্ত পেয়েছেন বলে দলের একাধিক নেতা কর্মীরা জানিয়েছেন। রাতে রমিজ বিপণির দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের সমর্থনে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, জেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক দিপঙ্কর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মোটরসাইকেল মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নুরুল হুদা মুকুট বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলকে মূল্যায়ন করেছেন। জগলুলের ছোট ভাই নাদের বখত পৌরসভা উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলের প্রার্থী নাদের বখতের বিজয় সুনিশ্চিত করতে যতটুটু করা প্রয়োজন, আমরা করব।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী কে জানানো হয়নি। আজ (মঙ্গলবার) সকালে জানতে পারবেন।
পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের উপ নির্বাচন আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১ মার্চ। ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ২৯ মার্চ।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরসভার টানা দুইবারের মেয়র ছিলেন।
এবারের উপ নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন নাদের বখত, আওয়ামী লীগ নেতা ড. অ্যাড. খায়রুল কবির রুমেন, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও শংকর চন্দ্র দাস ।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এবং জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন জানিয়েছেন, বিএনপি নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সুনামগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থী কে আজ-কালের মধ্যে জানিয়ে দেওয়া হবে। এই দুই নেতা জানান, দলের মনোনয়ন চেয়েছেন আব্দুল্লা আল নোমান ও দেওয়ান সাজওয়ার রাজা চৌধুরী।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট।

Exit mobile version