Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-২ আসনে আগামী নির্বাচনে মুকুটকে প্রার্থী করার দাবি জানালেন দলীয় নেতারা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটকে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতারা। রবিবার বিকালে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত একুশ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে নেতারা এই দাবি জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও অবনী মোহন দাস, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, যুবলীগ নেতা এহসান আহমদ উজ্জ্বল, ছাত্রলীগ নেতা উজ্জ্বল আহমদ, সৈয়দ তাঞ্জিল আহমদ প্রমুখ।

দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দলীয় নেতা জাহাঙ্গীর চৌধুরীসহ স্থানীয় নেতারা বক্তৃতায় নুরুল হুদা মুকুটকে আগামী জাতীয় নির্বাচনে দিরাই-শাল্লা আসনে প্রার্থী হবার অনুরোধ জানান। স্থানীয় নেতারা বলেন, দিরাইয়ের ভাটিপাড়া’র বাসিন্দা নুরুল হুদা মুকুটকে এই দুই উপজেলার আওয়ামী লীগ নেতা কর্মীরা এই আসনে প্রার্থী দেখতে চায়।
বক্তারা নুরুল হুদা মুকুটের ওয়ান ইলেভেনসহ বিভিন্ন সময়ে দলে ত্যাগের কথা বিবেচনা করে দলীয় সভানেত্রীকেও এই আসনে তাঁকে (নুরুল হুদা মুকুটকে) মনোনয়ন দেবার অনুরোধ জানান।
নুরুল হুদা মুকুট তাঁর বক্তব্যে এই প্রসঙ্গে বলেন, দলীয় সভানেত্রীসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কোথায় কাকে মনোনয়ন দেবেন সিদ্ধান্ত নেন। আমাকে মনোনয়ন দেওয়া হলে, আমি আপনাদের পাশে থাকবো। আপনাদের সহযোগিতায় এই আসনে দলীয় প্রার্থীর জয় হবে।
প্রসঙ্গত. দিরাই-শাল্লা আসনের বর্তমান সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মীনি ড. জয়া সেন গুপ্তা।

Exit mobile version