স্টাফ রিপোর্টার::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ জগন্নাথপুরের স্থানীয় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে পৌরশহরের থানা রোডস্থ জমিয়ত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন,আমাদের শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের প্রাণ হচ্ছে হাওর। এখানে নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাশাপাশি এখানে রাজনীতিবিদ, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ অনেক গুনিজনের স্মৃতি ধন্য জন্মস্থান। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কাংখিত উন্নয়নের ছোয়া লাগেনি।
তিনি বলেন, সবার আগে হাওরের উন্নয়ন দরকার, কারণ হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন ধান ও মাছ। তাই হাওর রক্ষায় নদী খননসহ প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।
হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উন্নয়নে তাঁর ১০টি উন্নয়নমূনক পরিকল্পনা তুলে ধরেন। সেগুলোর মধ্যে হচ্ছে জেলা শহরের সাথে দুই উপজেলার রাস্তা আধুনিকায়ন, উপজেলা সদরের সাথে ইউনিয়ন সমূহের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বোরো ফসলের স্বার্থে পানি সংরক্ষণ ও নিস্কাশনের ব্যবস্থা, বন্যা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জগন্নাথপুর উপজেলাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা। শিক্ষা বিস্তারের মাধ্যমে চরিত্রবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানুষের মৌলিক উন্নয়নের করার উদ্যাগ প্রকাশ করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি মাওলানা গিয়াস, সহ সাগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ,যুগ্ম সম্পাদক সৈয়দ রসিদ আহমদ, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাবিব রাছেল, উপজেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক হাফিজ রাইয়ান আহমদসহ অনেকে।#