Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুনামগঞ্জ-৩ আসনে শেষ দিনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থীর চুড়ান্ত হলেও মনোনয়ন দাখিলের শেষদিন বুধবার পর্যন্ত চুড়ান্ত হয়নি বিএনপিতথা জাতীয় ঐক্যেফ্রন্টের প্রার্থী। তবে প্রার্থী চড়ান্ত না হলেও ওই দিন জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে বিএনপিসহ ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্রসহ আটজন সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী , গনফোরামের নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা এম এ সাত্তার, আশরাফুল হক, ইসলামী ঐক্যে জোট নেতা কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, জাকের পাটি নেতা শাহজাহান চৌধুরী, এলড়িপির আব্দুর নুর তুষার ও স্বতন্ত্রী প্রার্থী রফিকুল ইসলাম খছরু।

বিএনপির মনোনয়ন প্রত্যাশি এমএ সাত্তারের পক্ষে মনোনয়ন জমাদানকারী উপজেলা যুবদলের আহবায়ক এম এ কয়েছ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপিরতথা ঐক্যের প্রার্থী হিসেবে আমাদের এমএ সাত্তার ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছি। তাঁর পক্ষ থেকে আমরা দলীয় ব্যানারে মনোনয়ন জমা দিয়েছি।

গনফোমার নেতা নজরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি গণফোরার সভাপতি ঐক্যফ্রন্টের প্রধান ড.কামাল হোসেনের নির্দেশে গণফোরামে যোগদান করে ঐক্যেফ্রন্টের সম্ভাব্য প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিয়েছি। এখনও চুড়ান্ত প্রার্থী ঘোষনা হয়নি। আশা করছি, এ সপ্তাহে হতো ঘোষনা আসতে পারে। ঐক্যফ্রন্টের মনোনয়ন দিলে নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন।

জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। আমি ঐক্যফ্রন্টসহ ২৩ দলীয় জোটের প্রার্থী এটা চুড়ান্ত। তিনিও মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান।
জগন্নাথপুরের সহকারী রিটার্নি অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগের দিন আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মনোনয়ন জমা দিয়েছেন।

Exit mobile version