Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুপারখালে বিষ ফেলে মাছ নিধন এলাকাবাসী ক্ষুব্দ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর ও নাদামপুর গ্রামবাসীর মালিকানাধীন সুপারখালে বিষফেলে প্রায় দেড়লাখ টাকার মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সুপারখালে বিষ ফেলে দেয়। সকালে এলাকার লোকজন সুপারখালে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। সুপারখালের ইজারাদার স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,একদল দুর্বৃত্ত প্রতিহিংসা পরায়ন হয়ে সুপারখালে বিষ ফেলে আমার দেড় লাখ টাকার ক্ষতি করেছে। তিনি বলেন, বিষয়টি এলাকার মানুষ দেখে নিন্দা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য মজিদুপর ও নাদামপুর গ্রামের উন্নয়নমুলক কাজের জন্য সুপারখাল ও নাগারখাল প্রতি বছর স্থানীয়ভাবে ইজারা দেয়া হয়েথাকে। এবছর ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ দুই গ্রামবাসীর নিকট থেকে খাল দুটি ইজারা নেন। কিন্তু ইজারা নেয়ার পর খাল নিয়ে নাদামপুর গ্রামের আবরু মিয়ার সাথে বিরোধ দেখা হয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা দেখা দেয়। অতি সম্প্রতি বিষয়টি সুরাহা করতে এলাকাবাসীর আয়োজনে সামাজিক সালিশ বৈঠক চলছিল। এবস্থায় সুপারখালে বিষফেলে মাছ মারার ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন দু’পক্ষের বিরোধের জের ধরে তৃতীয় কোন পক্ষ হয়তো সুপারখালে বিষ ফেলে বিরোধকে আরো প্রশমিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।

Exit mobile version