Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সুরমা নদীতে নৌকা বাইচ স্থগিত

স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জের সুরমা নদীতে নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নির্দেশে নৌকা বাইছ প্রতিযোগিতা স্থগিত করা হয়। বন্যসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় নৌকা বাইছ প্রতিযোগীতা বন্ধ রাখার সিদ্ধান্তগ্রহন করা হয়। এদিকে নৌকা বাইছ প্রতিযোগীতাকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হলেও তাৎক্ষনিক এমন সিদ্ধান্তই অনেকেই হতাশ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলার নৌকা বাইছ প্রতিযোগীতায় অংশ নিতে গত কয়েকটি ধরে দুটি নৌকা ব্যাপক প্রস্ত্তুতি নিয়ে বুধবার সকালে সুরমা উদ্যোশে রওয়ানা দেয়। পথিমধ্যে খবর পেয়ে তাদেরকে ফিরে আসতে হয়। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের সুহেল মিয়া জানান, নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নিতে আমরা সকল প্রস্ত্তুতি সম্পন্ন করার পর এভাবে প্রতিযোগীতা বন্ধ করা ঠিক হয়নি। কর্তৃপক্ষের বুঝেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন জানান, সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নিতে আমাদের জগন্নাথপুর উপজেলার নৌকাগুলো রওয়ানা হয়ে গিয়েছিল। খবর পেয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক দেবজিৎ সিংহ নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অনিদিষ্ট সময়ের জন্য নৌকা বাইছ প্রতিযোগীতা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Exit mobile version