Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শাহজালাল মহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সাফল্য

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান শাহজালাল মহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থী রুমি ও টিটু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে দুই বিষয়ে সেরা হয়েছেন। প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। তিনটি গ্রুপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জগন্নাথপুর উপজেলায় কলেজ পর্যায়ে শাহজালাল মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী তাহরিমা আক্তার রুমি (ভাষা ও সাহিত্য বিষয়ে),বিজ্ঞান শাখার নিরুপম পাল টিটু (গণিত ও কম্পিউটার বিষয়ে) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (সুনানমগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ) এম এ মতিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক সফলতার অংশ হিসেবে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে। সুনামগঞ্জ জেলা পর্যায়ে আগামী ২২ মার্চ তারা প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন। এদিকে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতায় সফলতা অর্জন করায় তাদের কে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুম বিল্লাহ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন,উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,শাহজালাল মহাবিদ্যালয় গভার্ণিংবডির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, কলেজের ভূমিদাতা আলহাজ্ব শামছুল হক,আলহাজ্ব জালাল উদ্দিন এম বি ই, কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ মো. আব্দুল মতিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব প্রমুখ।

Exit mobile version