Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

শিশু সৌরভকে গুলিকারী সেই সাংসদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
এর আগে বুধবার সকালে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের আদেশ স্থগিত করে হাইকোর্ট।রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানী করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুচ্ছ ঘটনায় শিশু সৌরভের দু’পায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে গুলির ঘটনা ও বাড়ীঘর ভাংচুরের অভিযোগ এনে পৃথক দুটি মামলা করা হয়। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।ওই ঘটনার পর তিনদিন ধরে এমপিকে বাড়িতে শুয়ে বসে থাকতে দেখা গেছে। এরপর তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়ে দেন। তিনদিন পর মামলা দায়েরের দিনও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এরপরই তিনি উধাও হয়ে যান।

Exit mobile version