Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সেজে গুজে বর এল কনে গেল অন্য ঘরে

স্টাফ রিপোর্টার:: বরের জাতীয় পরিচয়পত্র(ন্যাশনাল আইডি কার্ড) না থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি গ্রামে বিয়ে ভেঙ্গে দিলেন কনের বাবা কৃষক বাছিত মিয়া। পরে একই গ্রামের হোসাইন আহমদ নামের এক যুবকের সাথে তিনি মেয়ের বিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়,গতকাল রোববার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে রুবেল মিয়ার সাথে পাইলগাঁও ইউনিয়নের বাছিত মিয়ার মেয়ের বিয়ে ঠিক হয়। যথাসময়ে বরযাত্রী নিয়ে হাজির হয় বরপক্ষ। উপস্থিত হন কাজী মাওলানা হাফিজুর রহমান। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে বরের জাতীয় পরিচয় পত্র চাওয়া হয়। এসময় ভুলে আইডি কার্ড আনা হয়নি বলে মন্তব্য করেন বরপক্ষের লোকজন। এসময় আইডি কার্ড ছাড়া বিয়ের কাবিন হবে না বলে ঘোষনা দেন কাজী মাওলানা হাফিজুর রহমান। দীর্ঘক্ষন দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে কনের বাবা বিয়ে ভেঙ্গে দেন। কৃষক আব্দুল বাছিত জানান, যে ছেলের জাতীয় পরিচয় পত্র নেই তার কাছে মেয়ে বিয়ে দেই কী করে। তিনি বলেন, বিয়ের সব কিছু ঠিক থাকায় পরে তিনি নিকট আত্বীয় ছেলের কাছে মেয়ের বিয়ে দেই। সন্ধ্যায় এ বিয়ে সম্পন্ন হয়। সেজে গুজে বর এল কনে গেল অন্য ঘরে এনিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করছে।

Exit mobile version