Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সেনাবাহিনীর কাপড় দিয়ে পোকাশ তৈরির অভিযোগে ৭ কে জরিমানা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে সেনাবাহিনীর কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমান আদালত সাত ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অভিযানে চালিয়ে এ জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন যৌথ বাহিনীর সদস্যরা।

মুস্তাফিজুর রহমান জানান, সেনা ও র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর জিন্দাবাজারে কয়েকটি মার্কেটে সেনাবাহিনীর কাপড় দিয়ে পোশাক তৈরি করে তা বাজারজাত করা হয়। তাই, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, সমবায় ভবন ও আল মারজান মার্কেটে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৭টি দোকান থেকে ৩শ’ জনের কাপড় জব্দ করা হয়। এ কাজে জড়িত থাকার দায়ে সাত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাতজনই জরিমানার টাকা দেওয়ায় তাৎক্ষণিক মামলার নিস্পত্তি করা হয়।

Exit mobile version