Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সেনা সদস্যরা জগন্নাথপুরে, ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের একটি দল তদারকি করেছে।
আজ শনিবার বিকেল তিনটার দিকে নির্বৈহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্ব এবং লেফটেনেন্ট মেহেদির নেতৃত্বে এক প্লাটুন সেনা সদস্যদের সহযোগিতায় জগন্নাথপুর উপজেলা সদর, ভবেরবাজার ও মিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানকালে মিরপুর বাজারে একটি কাপড়ের দোকান খোলা রাখার ওই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই সব বাজারে সেনা সদস্যেরা মাস্ক বিতরন ও জনসচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করেছেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত জানান, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে আমরা নিরলসভাবে কাজ করছি। আমাদের সেনা সদস্যেরা আমাদের কে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুর আইনশৃঙ্খলা বাহিনীকে সেনা সদস্যেরা সহযোগিতা করবেন।

Exit mobile version