Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সৈয়দপুরের সাধারন পাঠাগার এর ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাধারন পাঠাগারের উদ্যোগে ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠান গত ১৪সেপ্টম্বর বোধবার বিকাল ২টায় পাটাগারের হল রুমে অনুষ্ঠিত হয়।সাধারন পাটাগারের পরিচালক সৈয়দ আহমদ আলীর সভাপতিত্বে উপ-পরিচালক গ্রন্থ সৈয়দ হিলাল আহমদ ও উপ-পরিচালক অর্থ মোঃ সুজেল খানের যৌত পরিচলনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পাটাগারের প্রতিষ্ঠাতা, সিলেট আম্বরখান গালর্স ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ,বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ রানু,শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যপক মোয়াজ্জম হুসেন রনক, সিলেট জর্জ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট সৈয়দ শামিম আহমদ,সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাসান,যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ নুরুল ইসলাম দুলু, সাংস্কৃত ব্যাক্তি মনি হক,কবি/সাহিত্যিক মাসুক ইবনে আনিস,অন্যন্নর মধ্যে বক্তব্য রাখেন পাটাগারের সাবেক পরিচলক সৈয়দ মনওয়ার আলি,সৈয়দ হুসবান নুর,সৈয়দ শেফুল আমিন,সৈয়দ মোসাব্বির আহমদ,এডভোকেট আব্দুর রহমান, আজিবন সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ নুর আহমদ কিনু,মোঃ ওলি আহমদ রুনু,সদস্য কবি আজমল হোসেন,সৈয়দ খায়রুল ইসলাম,মনিরুদ্দীন খান নিম্বর,সাবেক গ্রন্থ পরিচলক মোঃ মনসুর কোরেশী, সৈয়দ জন্নুন জাকেরিন,আজিবন সদস্য সৈয়দ হাফিজ উদ্দীন,পাঠক সদস্য মল্লিক আবিদ। এতে উপস্থিত ছিলেন সাধারন পাঠাগার সৈয়দপুর এর উপদেষ্টা জনাব সৈয়দ লাল মিয়া,সৈয়দ উবায়দুল হক মছনু,সাধারন পাঠাগার সৈয়দপুর এর সাবেক পরিচালক এডভোকেট আব্দুর রহমান,সাধারন পাঠাগার সৈয়দপুর এর কার্যকারি সদস্য সৈয়দ মুস্তাক আহমদ পাকি,মো.নুরুজ্জামান,মো.মনির উদ্দিন খান নিম্বর,সাধারন পাঠাগার সৈয়দপুর এর সাবেক উপ-পরিচালক (গ্রন্থ) মো.মনসুর কোরেশি,সাবেক উপ-পরিচালক (অর্থ) মো.রাহিন তালুকদার,যুক্তরাজ্য প্রবাসি ওলি আহমদ রুনু,উপ-পরিচালক (গ্রন্থ)সৈয়দ আহমদ হুসেন তানিন সাধারন পাঠাগার সৈয়দপুর এর কার্যকারি সদস্য সৈয়দ হাসান আহমদ, সৈয়দ হাবিল আহমদ,সৈয়দ মাকসুদ আহমদ,সৈয়দ জাবের আহমদ,সৈয়দ সাব্বির আহমদ কিবরিয়া,শেখ শাহবির আহমদ প্রমুখ অনুষ্ঠান শেষ পর্যায়ে আজিবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ নুর আহমদ কিনু, আজিবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ ওলি আহমদ রুনু এবং তরুন সংগঠক আজিবন সদস্য সৈয়দ হাফিজ উদ্দীন কে সম্মাননা সনদ তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ সহ বিশেষ অতিথি বৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version