Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সৈয়দপুর মাদ্রাসার অধ্যক্ষ রেজওয়ান সিলেট বিভাগের শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক সৈয়দ রেজওয়ান আহমদ সিলেট বিভাগর শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম হাফিজ সৈয়দ বশারত আলী ও মরহুমা সৈয়দা আজিজুন নেছার ৩য় পুত্র। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিটি কর্তৃক অধ্যক্ষ রেজওয়ান আহমদকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ ২০০৩সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও ২০১২ সালে তিনি এম ফিল ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণা কর্মটি পুস্তকাকারে “মাওলানা উবায়দুল হক (রহ:) জীবন ও কর্ম নামে প্রকাশিত হয়েছে। তিনি ‘মাওলানা তারিক জামিলের হৃদয়কাড়া বয়ান’ অনুবাদ ‘বিশ্ব ইজতেমার বয়ান সমগ্র’ এবং ‘তিন হযরতজিকে নিয়ে স্মৃতি কথা’ পৃথক দুইটি বইয়ের অনুবাদ ও সংকলন করেছেন। বর্তমানে তিনি পিএচ ডি গবেষণারত।
[

Exit mobile version