Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সোনার নৌকা-বৈঠা জিতে নিল জগন্নাথপুরের লন্ডনির উড়াল পবন

স্টাফ রিপোর্টার ::
“নৌকা বানাইয়া দিল সুজন মেস্তরী/ময়ূরপঙ্কী নায়েরে আপনি কান্ডারী ” ও “কোন মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিলমিল-ঝিলমিল করে-রে, ময়ূর পংকি নায়” গানের সম্রাট কামাল পাশা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সারী গান আর সুরের মুর্ছনায় প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় গতকাল শনিবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর শাহারপাড়া এলাকাবাসী উদ্যোগে আবহমান গ্রামবাংলা ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা তিলক সাতবিলা বিলে অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপভোগ করতে বিলের চারপাশে হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় বাহারি নামের সাতটি নৌকা অংশ নেয়। বাইচের নৌকাগুলো হচ্ছে তিলক গ্রামের উড়াল পবন, চক তিলক গ্রামের পবন, জগন্নাথপুর গ্রামের জলপবন, শাহারপাড়া গ্রামের জলরাজ, শাহারপাড়া নোয়াগাও গ্রামের রিয়াজ পবন, পীরেরগাও গ্রামের শাহধামড়ী তরী ও নবীগঞ্জের বাধাউড়ার সাতলা।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সোনার নৌকা-বৈঠা জিতেছে তিলক গ্রামের লন্ডন প্রবাসি আব্দুল লতিফ মন্টু মালিকানাধীন উড়াল পবন। দ্বিতীয় পুরুস্কার রূপার নৌকা-বৈঠা জগন্নাথপুর গ্রামের জলপবন ও তৃতীয় পুরস্কার জিতেঝে শাহারপাড়া গ্রামের লন্ডন প্রবাসি দিনার কামালীর জলরাজ।

পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে। বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান তৈয়ব কামালী, আয়োজক কমিটির সভাপতি আলফু মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ-সভাপতি আব্দুল মতলিব, কদ্দুস কামালী, মুজিব মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুর হক, কাউন্সিলর গিয়াস উদ্দিন, পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল করিম, আইয়ুব মিয়া, সিরাজ মিয়া, আবির মিয়া, কাপ্তান মিয়া, আশরাফ কামালী, আনহার মিয়াসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিয়োগিতার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে।

Exit mobile version