Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সোম-মঙ্গল-বুধ বিএনপির নতুন কর্মসূচি

জগন্নাথপুর ২৪ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। আজ রাজধানীর নয়াপল্টনে বিকেল চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন। রিজভী জানান, বেগম জিয়ার মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির মুক্তির দাবিতে বিএনপি সোমবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট এবং বুধবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অনশন কর্মসূচী পালন করবে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ বাধা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লেম গেম খেলছে। পুলিশ নিজেরাই নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সরকার জনরোষ থেকে রেহাই পাবে বলেও তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ঢাকা মহানগরীর ভেতর থেকে মোট ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছেন। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আরো ৫০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া সারা দেশে বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিচ্ছে। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করছে, বিশৃঙ্খলা করছে না। কিন্তু সেখানে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নানা নাশকতার মাধ্যমে ব্লেমগেম খেলছে। তারা বিভিন্নভাবে আমাদের উস্কানি দিতে চাইছে।’
পুলিশ প্রধানমন্ত্রীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে মন্তব্য করে রিজভী বলেন, ‘বিএনপি সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছে। সেখানে পুলিশ নিজেরাই নাশকতা করে আমাদের ওপর দায় চাপাচ্ছে। এই গুণ্ডামির জন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে না ভেবেছেন? আপনারা পার পাবেন না।’
সরকারের উদ্দেশে রিজভী প্রশ্ন রাখেন, ‘খালেদাকে আটকে রেখে আপনারা পার পেয়ে যাবেন ভেবেছেন? আর কতদিন এভাবে আটকে রাখবেন? সারা দেশে এই পরিমাণ নির্যাতনের পরেও জনরোষ তৈরি হয়েছে। মানুষ স্বেচ্ছায় মাঠে নেমে আসছে। জনরোষ থেকে আপনার রেহাই পাবেন না।’
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version