Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সৌদি আরবের কাজে পরাজয়ের পর মিসরের কোচের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর মিশরের আব্দেল রহিম মোহাম্মদ নামের সাবেক ফুটবলার, স্থানীয় কোচ ও ক্রীড়া বিশ্লেষক মারা গেছেন। নীল স্পোর্টস চ্যানেলে ম্যাচ নিয়ে বিশ্লেষণের সময় মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন মাসপেরোতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরব নিউজ জানায়, ৯৫ মিনিটে সৌদি আরব জয়সূচক গোল করার পরই আব্দেল রহিম মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গেই তাদের কায়রোর একটি হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

কাসের আল-আইনি হাসপাতালের প্রধান আহমাদ তাহা বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান আব্দেল রহিম মোহাম্মদ।

এবারের বিশ্বকাপ থেকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে মিশরকে। গ্রুপ পর্বেই তিনটি ম্যাচেই হেরেছে তারা।

Exit mobile version