Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্কলার্সহোম স্কুলে বোমা: সিলেটের পথে র‌্যাবের বিশেষজ্ঞ দল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের শাহী ঈদগাহের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের সিড়ির নিচে একটি শক্তিশালী বোমা পাওয়া গেছে। সকালে স্কুল খোলার পর বোমা সদৃশ ওই বস্তুটি দেখা যায়। পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে সেখানে পৌছে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।
আরও পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞদল সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কলার্স হোমের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি জানান, র‌্যাব সদস্যরা মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেছেন এটা একটি শক্তিশালী বোমা। এর ভেতরে সার্কিট রয়েছে। এটা যদি বিস্ফোরণ হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে সেই আশঙ্কায় অভিভাবকদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদেরকে নিরাপত্তার মধ্যে দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হয়েছে। এ ক্যাম্পাসে স্কুল ও কলেজ পর্যায়ের ১৫শত শিক্ষার্থী রয়েছেন বলে জানান তিনি।
জুবায়ের সিদ্দিকী আরও জানান, বস্তুটি দেখার পর বেলা ১২টা ৪০ মিনিটে কলেজ ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
স্কুলের ছয়তলা ভবন সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এ অবস্থায় বোমাটি কীভাবে এলো এ প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, স্কুলে ঢোকার সময় শিক্ষার্থীদের তল্লাশি করে ঢোকানো হয়। এত নিরাপত্তার মাঝে বোমাটি এখানে কীভাবে এলো তা জানতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সকালে র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনূস জানিয়েছেন- স্কুলের নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইইডি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

Exit mobile version