Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্পট জগন্নাথপুর: ফলে বিষ নেই

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের ফল বাজারে ফরমানিল নেই। বুধবার ভ্রাম্যমান আদালতের একটি টিম জগন্নাথপুর পৌরশহরের ফল বাজার অভিযান চালায়। অভিযানকালে বাজারে আমদানিকৃত মৌসমী ফলে কোনো ধরনে ফলমানি বা পয়জন জাতিয়ে কোনো কিছু পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ। অভিযান অংশ নেন বিএসটিআই এর কর্মকর্তারা।

র্দীঘদিন ধরেই অভিযোগ উঠে জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে ফরমালিনযুক্ত আম, কলা, আপেল, আঙুর, খেজুর, কাঠাঁলসহ দেশীয় বিভিন্ন প্রকারের মৌসুমে ফল অবাধে বিক্রি হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদক সম্প্রতি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকাসহ স্থানীয় জাতীয় প্রকাশিত হয়েছে। যার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফলবাজারে অভিযান চালিয়ে আধুনিক যন্ত্রাংশ দিয়ে পরিক্ষা নিরিক্ষা করে কোনো ধরনের ফরমালিন কিংবা পয়জন জাতিয় কোনো কিছু আমরা পাইনি।

Exit mobile version