Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্পিডবোটডুবির ঘটনায় নবদম্পতিসহ তিন যাত্রীর লাশ উদ্ধার

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে গতকাল রবিবার বিকেলে ২৪ জন যাত্রী নিয়ে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোজ তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল, থানা পুলিশ, নৌ পুলিশ, কারারক্ষীরা। উদ্ধারকৃতরা হলেন : কারারক্ষী মেরাজুল ইসলাম রাজু, তার স্ত্রী লিমা আক্তার ও ফাতেমা আক্তার নামের এক শিশু।

শিবচর থানা পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে শামীম মাদবরের মালিকানাধীন স্পিডবোটটি ২৪ জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। চায়না টার্নিং এ এসে চলন্ত স্পিডবোটটি বিকল হয়ে গেলে ডাম্ব ফেরি ল্যান্টিং এর সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়। ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রী পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ২১ জন যাত্রী উদ্ধার করে।

উল্লেখ্য, মেরাজুল ইসলাম রাজু কিশোরগঞ্জ জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, গতকাল বিকেলে স্পিডবোটডুবির ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ যাত্রীর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version