Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্পীডবোটের মুখামুখি সংঘর্ষে আহত ৮

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় যাত্রীবাহী স্পীডবোটের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার মধ্যনগর থানার সামনে সুমেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় গুরুতর আহত মোক্তার হোসেন নামের এক যাত্রীকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, বর্ষাকালে মধ্যনগর বাজার থেকে তাহিরপুর উপজেলা ও তাহিরপুর থেকে মধ্যনগর বাজারে যাত্রীবাহী স্পীডবোট চলাচলা করে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাহিরপুর উপজেলা থেকে একটি যাত্রীবাহী স্পীডবোট মধ্যনগর বাজারের দিকে যাত্রা করে। রাত আটটার দিকে স্পীডবোটটি মধ্যনগর থানার সামনে সুমেশ্বরী নদীতে আসলে মধ্যনগর বাজার থেকে ছেড়ে যাওয়া আরেকটি যাত্রীবাহী স্পীডবোটের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হয় এবং একটি স্পীডবোট ভেঙে টুকরো হয়ে যায়। আহতদের মধ্যে বাবুল মিয়া, আশরাফূজ্জামান ও জব্বার আলীকে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আহত মোক্তার হোসেনকে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বলেন, এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন, তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

Exit mobile version