Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে রক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে-ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব বলেছেন, বাঙালী জাতীর গৌরব ও অহংকার হচ্ছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে জাগ্রত রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই অগ্রযাত্রাকে যাতে কোন জঙ্গিবাদী শক্তি নসাৎ করতে পারে না সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রেখে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন,এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলার মাটিতে জঙ্গিবাদের স্থান হতে পারে না। তিনি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তাঁর কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি দেন। তিনি সোমবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী দবির মিয়ার সভাপতিত্বে ও সিলেট এমসি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী নুরুদ্দীনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,
ঝিগলী স্কুল এন্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য আজিজুর রহমান,শিক্ষানুরাগী আফজল হোসেন ফজর আলী,পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,বর্তমান প্যানেল চেয়ারম্যান-২ ফেরদৌসি বেমম তানিয়া, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শহীদ, রসুলপুর বি,আই,ডি মাদ্রাসার শিক্ষক বুরহান উদ্দিন, পাটলী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রাসেল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলীম মিয়া,যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান,রেদুওয়ান আহমদ,শিক্ষক তাজুল ইসলাম,সাবেক সভাপতি নুর মিয়া, শিক্ষার্থী লিছা বেগম প্রমুখ। সভায় যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া,সাংষ্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে পুরস্কার প্রদান করেন অতিথিরা। পরে অতিথিদেরকে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

Exit mobile version