Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক পঙ্কজ’দে-কে চাপা দেয়া লেগুনা চালকের শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ:সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ’দেকে আহতকারি লেগুনা চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় “সচেতন সুনামগঞ্জবাসী”র ব্যানারে শহরের ট্রাফিক পয়েন্টেএ ঘন্টা ব্যাপি মানববন্ধন হয়। এ সময় মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সাংস্কৃতিক সংগঠক রাজু আহমেদের পরিচালনায় মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি শিলা রায়, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, আওয়ামীলীগ নেতা ইয়াকুব বখত, লেখক সুখেন্দু সেন, মুর্শেদ আলম, অ্যাডভোকেট ভোরহান উদ্দিন দোলন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, লেগুনা সহ বিভিন্ন গাড়ির অদক্ষ চালক লাইন্সে না নিয়ে
সড়কে গাড়ি চালায়। আর এতে করে রাস্তার পথচারি সহ সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হন। প্রায় প্রতিদিনই আমরা সড়ক দুর্ঘটনায় নিহত আহতের কথা শুনি।
কিন্তু এ জন্য কোন কার্যকারি পদক্ষেপ নেয়া হয় না । সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে। সেই সাথে অনেকর পরিবারের উপার্জনক্ষম ব্যাক্তি আহত হয়ে বিছানায়
পড়ে আছেন। সুন্দর সাজানো গোছানো পরিবার গুলো অনেক কষ্ট জীবন যাপন করে। আর অনেক পরিবার আছে ধংস্ব হয়ে পথে

Exit mobile version