Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

‘হজযাত্রীদের বাড়তি প্লেন ভাড়ার টাকা দিতে হবে না’

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভুলে হজ প্যাকেজে যুক্ত বাড়তি তিন হাজার টাকা এবার হজযাত্রীদের দিতে হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, বাড়তি প্লেন ভাড়ার টাকা প্রধানমন্ত্রী বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার এ টাকা দিতে হবে না। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, এখনো কোনো এজেন্সি বাড়তি টাকা নেয়নি। আর যদিও কেউ নিয়ে থাকে তাহলে তা ফেরত দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে গত ৬ জুলাই নির্দেশনা দেওয়া হয়। যদিও হজ প্যাকেজে এমন কিছু দেওয়া ছিলো না!

Exit mobile version