Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হজ্জে পদদলিত হয়ে মৃতের সংখ্যা ৭১৭ আহত আট শতাধিক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মিনা শহরে ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে ৭১৭ হাজি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট শতাধিক।
সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বাংলাদেশীও রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতজন বাংলাদেশী হাজি নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
কর্মকর্তারা জানান, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে বিভিন্ন দেশের ৭১৭ জন হাজি পদদলিত হয়ে মারা গেছেন। আহত হয়েছেন আট শতাধিক হাজি।
তারা জানান, মিনায় উদ্ধার কাজ চলছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বছর প্রায় ৩০ লক্ষ মুসলমান হজ পালন করছেন।
মক্কার মসজদি আল-হারামে ক্রেইন উল্টে ১১৭ জনের মৃত্যুর ১২ দিনে মাথায় এ ঘটনা ঘটল।
এদিকে সৌদি অারবের মিনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি অাবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

Exit mobile version