Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হঠাৎ উৎসব থেমে গেছে, তিন মাসের জন্য নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের উৎসব হঠাৎ করে থেমে গেছে। হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করা হয়। এদিকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ নির্বাচন স্থগিত হওয়ার খবর পাওয়ার পর থেকে রানীগঞ্জ ইউনিয়নের সর্বত্র হতাশা নেমে এসেছে। ইউনিয়নের বিভিন্ন বাসিন্দাসহ দেশে বিদেশে অবস্থানকারী রানীগঞ্জবাসী মুঠোফোনে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা বিভাগে সতত্যা জানতে ফোন করেন। রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বার ও সংরিক্ষত মহিলা মেম্বার প্রার্থীদের প্রচারনা ও গনসংযোগ থেমে যায়। অনেকেই ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখ্য কুশিয়ারা নদীর ভাঙ্গনে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানচিত্র বদলে যাওয়া ও ভৌগলিক পরিবর্তনে অভিযোগে হাইকোর্টে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক একটি রিট পিটিশন দায়ের করেন। যার নং-৫৮-১১/১৬ যার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোঃ দস্তকির হোসেন ও বিচারপতি একে এম শহিদুল ইসলাম এর আদালত তিন মাসের স্থগিতাদেশ দেন। রিট মামলার আইনজীবি ড.রফিকুল ইসলাম মেহেদী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত কুশিয়ারা নদী ভাঙ্গনে সীমানা বদলে যাওয়ার বিষয়টি নজরে নিয়ে তা পূর্নবিন্যাস করে নির্বাচন দিতে আদেশ দেন। এবং নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। এদিকে নির্বাচন স্থগিত হওয়ার খবরে পুরো ইউনিয়নে হতাশা দেখা দিয়েছে। বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা।

Exit mobile version