Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে ঘুড়ি উড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে শিশুদের ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ১৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গতকাল রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের অনন্তপুর ও ইনাতাবাদ এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় রোববার বিকেলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে কয়েকজন শিশুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুই এলাকাবার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হন।
গুরুত্বর আহতদের মধ্যে- রুহেল মিয়া (৪০), সৈয়দ আলী (১৮), নাজমুল হোসেন (২৬), ডালিম আহমেদ (১৯), কদর আলী (১৭), সাহেব উদ্দিন (৩০), কাছম আলী (২৫), ইমন মিয়া (১৮), আব্দুল হামিদ (২০), মোশাহিদ মিয়া (২৩০, সেলিম আহমেদ (২১), তানভীর আহমেদ (১৮), নাজমুল হক (২৭), আলম (১৭), মনির (১৯), দুলাল মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Exit mobile version