Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

হবিগঞ্জে বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত-৪

জগন্নাথপুর২৪ ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Exit mobile version